বাঘে ছুঁলে এক ঘা আর পুলিশে ছুঁলে ১৮ ঘা’ পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা: পুলিশ সদস্যদেরকে আচরণ শেখাতে থানায় ব্যবহারিক ক্লাস

শেয়ার করুন         বাঘে ছুঁলে এক ঘা আর পুলিশে ছুঁলে ১৮ ঘা’ পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা থেকেই হয়তো এই প্রবাদ চালু। এই ভাবমূর্তি কিছুটা হলেও পাল্টাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম।   প্রায় এক মাসের বেশি সময় ধরে তার আওতাধীন রাঙ্গুনিয়া মডেল থানা, রাউজান থানা, জেলা স্পেশাল ব্রাঞ্চ এবং ট্রাফিক পুলিশ সদস্যদের প্রাক্টিক্যাল ক্লাস নিচ্ছেন। মানুষের সাথে ভালো আচরণ এবং উন্নত পেশাদারিত্বের কলাকৌশল শেখাচ্ছেন।   মূলত: গত মে মাস থেকে ভিন্নধর্মী এ কার্যক্রম শুরু করেন এএসপি শামীম। রীতিমতো বই, কাগজ-কলম, … Continue reading বাঘে ছুঁলে এক ঘা আর পুলিশে ছুঁলে ১৮ ঘা’ পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা: পুলিশ সদস্যদেরকে আচরণ শেখাতে থানায় ব্যবহারিক ক্লাস